বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেখ হাসিনা বিভাগ ভিত্তিক অনূর্ধ্ব-১৫ টি-২০ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া সংস্থার সভানেত্রী মেহেরুন্নেছা জুইয়ের সভাপতিত্বে শুরুতে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ সংস্থার সহ সভানেত্রী মিসেস হোসনে আরা খান এবং যুগ্ম সম্পাদক বেগম পরী বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি অসুস্থদের সুস্থতা কামনা করা হয়। সাংগঠনিক সম্পাদক সিলভী হারুনের পরিচালনায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফিরোজা করিম নেলী টুর্নামেন্টের লক্ষ্য উদ্দেশ্য, কার্যক্রম, বাস্তবায়ন প্রক্রিয়া ও করণীয় বিষয় বিস্তারিত আলোচনা করেন।
উপস্থিত অংশগ্রহণকারীদের আলোচনায় সিন্ধান্ত হয়, বিভাগীয় ফাইনাল খেলার ভেন্যু হবে জেলা স্টেডিয়াম অথবা আবু নাসের স্টেডিয়াম। এছাড়া খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে মহিলাদের জন্য ক্রিকেটের পিস তৈরি করা হবে, এ ব্যাপারে সহযোগিতা করবেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড: ফারুক আহমেদ, সিনিয়র সহকারী কমিশনার মাহেরা নাজনীন। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সন্মানিত সদস্য পূরবী মজুমদার ও আয়েশা বেগম। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ সভানেত্রী মিসেস রেহেনা আক্তার, যুগ্ম সম্পাদক পারভীন রহমান, কোষাধ্যক্ষ ফিরোজা বানু, সদস্য তানজিমা জেসমিন। জেলাগুলি থেকে উপস্থিত সাধারণ সম্পাদক এর মধ্যে নাছিমা খাতুন, ঝিনাইদহ। শেখ সেলিনা আকবারী, তাসমিন আলী লিলি, মাগুরা। তানিয়া খাতুন, বাগেরহাট। সায়েদা বানু শিল্পী, যশোর। দিলরুবা খানম, চুয়াডাঙ্গা। রাবেয়া খানম, নড়াইল খুলনার মিসেস হালিমা ইসলাম। কোচদের মধ্যে ইমতিয়াজ হোসেন পিলু প্রমুখ।
ADDVERTISE HERE 728 x 90 1