চলচ্চিত্র সমিতির নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন হেলেনা জাহাঙ্গীর
বিনোদন রিপোর্ট
2024-04-09
হেলেনা
ADDVERTISE HERE 728 x 90
চিত্রনায়িকা নিপুণের প্যানেল থেকে চলচ্চিত্র সমিতির নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া হেলেনা জাহাঙ্গীর। হঠাৎ তার এই ঘোষণায় কৌতুহল সৃষ্টি হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।
হেলেনা জাহাঙ্গীরের শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি প্রথম প্রথম গুজব বলে উড়িয়ে দিয়েছিল অনেকে। প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম দেখা যাওয়ার পর বিষয়টি আলোচনায় চলে আসে।
হেলেনা জাহাঙ্গীর বলেন, এর আগে ব্যবসায়ীদের জন্য কাজ করেছি। সমাজ সেবা করেছি। কিন্তু চলচ্চিত্রের জন্য কাজ করা হয়নি। আমি চাচ্ছি চলচ্চিত্র অঙ্গনে যারা আছে তাদের জন্য কাজ করতে। এখানে কাজ করার অনেক সুযোগ আছে যার কারণে অফারটি পেয়েই লুফে নিয়েছি। এখানে অনেক বিশাল আকারে কাজ করতে পারব।