দেশের জার্সিতে সাদা বলে তিনে ব্যাটিং করলেও আয়ারল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে নামেন বিরাট কোহলি। তবে হাসেনি তার ব্যাট। তাতে অবশ্য বড় জয় আটকায়নি ভারতের। নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের ৭.৪ ওভার থাকতে ৮ উইকেটে হারিয়েছেন রোহিত শর্মারা। বুধবার নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং নেয় ভারত। বুমরাহ-হার্ডিক পান্ডিয়ার তোপে শুরু থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে আইরিশরা। ১৬ ওভারে মাত্র ৯২ রান তুলে অলআউট হয় তারা।
এই ম্যাচের আগে ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে অংশ নেয়। অতীতের সেই দেখায় ৭ ম্যাচে জয় পায় ভারত। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মাত্র এক ম্যাচে অংশ নেয়। ২০০৯ সালে নটিংহ্যামে অনুষ্ঠিত সেই ম্যাচে জয় পায় ভারত।