বাগেরহাটের মোরেলগঞ্জে একটি গোপন বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রফিকুল তালুকদার(৪৫) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের শতাধিক মানুষ ঐ এলাকায় মানবন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
এর আগে, গত ৩ নভেম্বর সন্ধায় নীজ বাড়ীর সামনে ধানক্ষেতে মাছ ধরতে গেলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মোকসেদ আলী তালুকদারের ছেলে রফিকুল তালুকদার। হতদরিদ্র রফিকুল চিকিৎসাধীন থাকায় এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি।
স্থানীয়দের অভিযোগ, একই গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মনির হোসেন হাওলাদার মাঠে মাছ ধরা বন্ধ করার জন্য সরু গুনা দিয়ে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। মাছ ধরতে গিয়ে ওই ফাঁদে জড়িয়ে গুরুতর আহত হন রফিকুল।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দ্রæত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।