ইতালি বলোনিয়া সাংবাদিক মনজুর আলম দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন
নিজস্ব প্রতিবেদক
2024-02-11
সাইফুল
ADDVERTISE HERE 728 x 90
সবার কাছে দোয়া কামনা
মনজুরই আলম পিতাঃ মাহবুব-ই আলোম মন্টু বড় কালিনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক ছিলেন , মাতাঃ আফরোজা বেগম,স্ত্রী নুসরাত জাহান সুমনা প্রথম ছেলে মুয়াল্লিমুল আলম সাকিন, দ্বিতীয় ছেলে মেহরাজ আলম । মনজুর আলম ৫ মার্চ ১৯৮৫ খ্রিস্টাব্দে শরিয়তপুর জেলার নাগের পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। নাগেরপাড়া অবস্থিত লক্ষ্মীপুর গ্রাম,ডাকঘর নাগেরপাড়া-উপজেলাঃ গোসাইরহাট জেলাঃ শরীয়তপুরে অবস্থিত একটি স্বনির্বর গ্রাম। মনজুর আলম নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও উত্তরা মোল্লারটেক উদয়ন স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলেন ।১৪ বছর ধরে বসবাস করছেন বিশ্বের অন্যতম সুন্দরের দেশ ইতালিতে।ইতালির বলোনিয়া শহরের বাংলা কমিউনিটিতে বিভিন্ন অবদানের জন্য তিনি সুপরিচিত মুখ। ইতালি বলোনীয়া লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা বাংলাদেশের নাগরিক হয়েও গত ১৬ বছর ধরে ইতালিয়ান মানবাধিকার সংস্থা si cobas এর সাথে কাজ করছেন। যার মাধ্যমে তিনি ইতালিতে বিভিন্ন মানুষের কাজের সমস্যা গুলো তুলে ধরার চেষ্টা করছেন।ইতালির বোলোনিয়া এলাকায় বাংলা কমিউনিটিকে গতীশীল করতে একান্ত ভাবে কাজ করেছেন তিনি। মনজুর আলম বাংলাদেশী মিডিয়াসহ ইতালি মিডিয়াতেও কাজ করছেন। যার মাধ্যমে তিনি প্রবাসীদের সমস্যা ও সম্ভবনার খবর তুলে ধরছেন।বাংলাদেশ ও ইতালিতে প্রবাসীদের নানা সামাজিক সংগঠন, ক্রীড়াঙ্গন, বাংলা কমিউনিটিতে ওতোপ্রোতো ভাবেই জড়িয়ে আছেন তিনি। আগামী দিনে বাংলাদেশ কমিটিকে ভালোভাবে এগিয়ে নিতে এবং শরীয়তপুরের নাগেরপারা ইউনিয়ন বাসীদের সুখ দুঃখে পাশে থাকার জন্য সকলের একান্ত সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি।ইতালির বোলোনিয়া ও শরীয়তপুরের নাগেরপারা ইউনিয়নে সুখ দুঃখে সব সময় পাশে পাওয়াই সবার মুখের ভালোবাসার একটি নাম মনজুর আলম। উদীয়মান মনজুর ই আলম সত্য প্রকাশের হাতিয়ার কলম হাতে তুলে নেন। তিনি সাংবাদিকতায় যোগ দিয়েছিলেন। তরুন সমাজ সেবক, মনজুর ই আলম সামাজিক নানান উন্নয়ণ মূলক কাজে নিজেকে জড়িত করে রেখেছেন। সাহিত্যিক জীবনের স্বীকৃতি স্বরূপ প্রথম যৌথ কাব্যগ্রন্থ স্বপ্নের সিঁড়ি প্রকাশ হয়েছে। তিনি বর্তমানে সুদূর ইটালীতে প্রবাস জীবনে কর্মরত আছেন।