ইতালির স্ত্রা মুসলিম কালচারাল সেন্টারে কমিটি পরিচিতি সভা এবং শিশু কিশোরদের পুরস্কার প্রদান অনুষ্টান সম্পন্ন
মনজুর আলম/ইতালি প্রতিনিধি
2024-02-15
ইতালির স্ত্রা মুসলিম কালচারাল সেন্টারে কমিটি পরিচিতি সভা এবং শিশু কিশোরদের পুরস্কার প্রদান অনুষ্টান সম্পন্ন
ADDVERTISE HERE 728 x 90
ইতালির স্ত্রা মুসলিম কালচারাল সেন্টারে কমিটি পরিচিতি সভা এবং শিশু কিশোরদের পুরস্কার প্রদান অনুষ্টান সম্পন্ন
প্রবাসের মাটিতে এই প্রজন্ম কে ইসলামিক শিক্ষার পাশাপাশি মুসলিম জাতি হিসেব নামাজ আদায় করার জন্য একটি মসজিদ প্রতিষ্ঠা করা খুব প্রয়োজন। মুসলমানদের এবাদতের উৎকৃষ্ট স্থান মসজিদ। প্রবাসে কর্মব্যস্ততার পরেও প্রবাসী বাংলাদেশিরা আপ্রাণ চেষ্টা করেন কিভাবে একটি মসজিদ প্রতিষ্ঠা করা যায়। ইতালির ভেনিসের পার্শবর্তী একটি শহর স্ত্রা। হাজারের বেশি প্রবাসীদের বসবাস এই শহরে বাংলাদেশিরা প্রতিষ্ঠা করেন মুসলিম কালচারাল সেন্টার। এই সেন্টারে প্রতিদিনের নামাজ আদায় সহ সাপ্তাহিক জুম্মার নামাজ আদায় করেন।মসজিদের পরিচালনার জন্য একটি নতুন কমিটি গঠন ও তাদের পরিচিতি সভা এবং শিশু কিশোরদের ইসলামিক শিক্ষায় ভালো ফলাফলের জন্য পুরস্কার প্রদান করা হয়। শনিবার সকালে মুসলিম সেন্টার এর সভাপতি মোহাম্মদ উল্লাহ মিয়ার সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন স্বপন এর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুসলিম সেন্টার স্ত্রা সাধারন সপম্পাদক আব্দুস সাত্তার, সহ সভাপতি কবির হোসাইন ,অর্থ সম্পাদক মুন্না,ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ও মরোক্কোপ্রবাসী আহাম্মেদ ,প্রচার সম্পাদক পুলক, দপ্তুর স্ম্পাদক পাপ্পু, বেলাল মিযান , রাসেল, খোরশেদ সহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। আলোচনা শেষে এই সেন্টারের অধীনে পরিচালিত ইসলামিক মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মধ্য বিভিন্ন ইসলামিক বই সহ নানান পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের মধ্য মসজিদ ও মুসলিম সেন্টার পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে তাদের সকলকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং মুসলিম সেন্টারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত প্রবাসীরা এই নতুন কমিটির মাধ্যমে এই সেন্টারের সফলতা ও মসজিদ পরিচালনায় আরো ভালো করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে জোহরের নামাজ আদায় এবং তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।