নাটোরের লালপুরে ঝুট কাপড় অনলোড করার প্রস্তুতিকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাগর আলী (২৩) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮নভেম্বর ২০২৪) রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর আলী রাজশাহীর পুঠিয়া উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানাযায় ফুলবাড়ি পূর্বপাড়া এলাকায় রাকিবুল ইসলামের বাড়িতে ঝুট কাপড় আনলোড করার প্রস্তুতি কালে হেলপার ওই একই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ধুপইল সার্জিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যগত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ট্রাকের চালক ফিরোজ হোসেন জানান ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝুট কাপড় নিয়ে লালপুর উপজেলার ফুলবাড়ি এলাকার রাকিবুল ইসলামের বাড়িতে আনলোড করার প্রস্তুতিকালে অসাবধানতাবশত হেলপার সাগর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হলে প্রথমে তাকে ধুপইল সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।