আলোচনায় এক ঝাঁক মেধাবি ছাত্রনেতা
সাত বছর পর খুলনা জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের যৌথ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে নেতৃত্ব প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করা হয়েছে। সোমবার ছিলো নেতৃত্ব প্রত্যাশিদের সিভি জমাদানের শেষ তারিখ। কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, ছয়জন নারীসহ শতাধিক নেতৃত্ব প্রত্যাশি সিভি জমা দিয়েছেন। সিভি জমাদানকারি ছয় নারি কর্মি হলো, শেখ প্রিয়া, শেখ রিয়া, মনিরা ইসলাম মুন্নি, সিনথিয়া আলম মীম, রিচি ও পুজা সরকার।
এদিকে দীর্ঘদিন কমিটি না হওয়ায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে জেলা ছাত্রলীগের তৃণমূলের কর্মিরা। কমিটির শীর্ষ নেতাদের অনেকেই বিবাহিত। মেয়াদ উত্তীর্ণ কমিটির অনেকেরই নেই ছাত্রত্ব। যা নিয়ে এই কমিটির সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে ছিলো ক্ষোভ ও অসন্তোষের ছাপ। দলীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ জুলাই জেলা ছাত্রলীগের সম্মেলনে মো. পারভেজ হাওলাদার সভাপতি ও মো. ইমরান হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০১৮ সালের ৫ ফেব্রæয়ারি রাতে বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খুলনা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। খুলনা জেলা ছাত্রলীগের অভ্যন্তরে ৯টি উপজেলা, ২টি পৌরসভা, ৪টি সরকারি কলেজ, ৪৪টি বেসরকারি কলেজ, ৬৫টি ইউনিয়ন, একটি সাংগঠনিক ইউনিয়ন ও ২টি আঞ্চলিক কমিটি রয়েছে। এর অধিকাংশরই মেয়াদোত্তীর্ন। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় আসছে না নতুন নেতৃত্ব । যে কারণে হতাশা নিয়ে সাংগঠনিক অনেক সাধারণ নেতা-কর্মী ছাত্রলীগের রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন। নেতৃত্বের গুণাবলী থাকার পরেও এতদিন পদ জোটেনি বহু ছাত্র নেতার।
নতুন কমিটিতে পদ পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন জেলা ছাত্রলীগে দীর্ঘদিন সক্রিয় থাকা এক ঝাঁক নেতা-কর্মীরা। শোনা যাচ্ছে, ইতোমধ্যে সভাপতি- সাধারণ সম্পাদক পদের জন্য জীবনবৃত্তান্ত তৈরি করছেন অনেকে। এরমধ্যে সাংগঠনিক দক্ষতা, শৃঙ্খলা ও ক্লিন ইমেজের অধিকারীদের মধ্যে এগিয়ে আছেন বেশ কয়েকজন।
সভাপতি প্রার্থী পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মারুফ হোসেন, জেলা দপ্তর সম্পাদক বাধন হালদার, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান তানভীর, জেলা উপ তথ্য বিষয়ক সম্পাদক সৌভিক শুভ, কয়রা উপজেলার সাবেক সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম সাইফ। এছাড়া সাধারণ সম্পাদক পদে জেলার ১নং যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর রহমান আকাশ, প্রচার সম্পাদক চিশতী নাজমুল বাসার সম্রাট, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শেখ মো. রাসেল, সহ-সম্পাদক পলাশ রায়, সদস্য রায়হান জামান অয়ন প্রমুখ।
ADDVERTISE HERE 728 x 90 1