সরকারের পদত্যাগ ও নির্বাচনী তফসিল বাতিল দাবি এবি পার্টির
নিজস্ব প্রতিবেদক
2023-11-26
জাপা
ADDVERTISE HERE 728 x 90
সরকারী দল আওয়ামীলীগসহ কিছু অকার্যকর সুবিধাবাদী রাজনৈতিক দলকে নিয়ে একতরফা নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচন কমিশন মূলতঃ ‘কিংডম অব গুম-খুন-দূর্নীতি’ প্রতিষ্ঠিত করতে যাচ্ছে বলে মনেকরে এবি পার্টি। বিগত দুটি জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারা ‘বঞ্চিত ভোটারদের এক প্রতিবাদ সমাবেশে’ এবি পার্টি নেতৃবৃন্দ আজ একথা বলেন। দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে বিকেল ৩ টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
চলমান রাজনৈতিক কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এর আগে ‘ভোটের অধিকার হরণকারী অবৈধ সরকারের পদত্যাগ ও প্রহসনের নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে গত ২টি নির্বাচনে ভোট দিতে না পারা ‘বঞ্চিত ভোটারদের সমাবেশে’র ডাক দেয় এবি পার্টি। আজকের সমাবেশে আরও বক্তব্য রাখেন, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্যসচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, শাহ আব্দুর রহমান, এস এম আক্তারুজ্জামান প্রমূখ।
বক্তব্য প্রদানকালে দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচন কমিশনারগণ সংবিধানের শপথ ভঙ্গ করে আওয়ামীলীগের সাজানো প্রেসক্রিপশনে নির্বাচনের আয়োজন করে দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সবাই জানে এই নির্বাচনে কে কোথায় এমপি হবে তা নির্ধারণ করবে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। তাহলে দেশের শত শত কোটি টাকা খরচ করে এই ভোট রঙ্গমঞ্চের কী দরকার! তিনি বলেন গত ১৫ বছরে দেশে যে লুটপাট ও স্বৈরতন্ত্র কায়েম হয়েছে তাতে এখন এটাকে আনুষ্ঠানিকভাবে বিশেষ দল ও গোষ্ঠীর নিজস্ব রাজ্য ঘোষনা করা বাকী আছে। ৭ জানুয়ারি যদি নির্বাচন হয় তাহলে সেটা হবে ‘কিংডম অব গুম খুন ও দূর্নীতি’ প্রতিষ্ঠিত করার নির্বাচন’ বলে তিনি মন্তব্য করেন।