জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। আজ সোমবার সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন।
জাতীয় নাগরিক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো। এর আগে গত ২৫ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির সদস্য করা হয়েছিল।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নাসিরুদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি।
ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করার লক্ষ্যে ৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির নাম ঘোষণা করা হয়। ৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক করা হয় মুহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারীকে। সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেন এবং সামান্তা শারমীনকে মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়। পরে দুই দফায় আরও ৫২ জনকে সদস্য হিসেবে কমিটিতে যুক্ত করা হয়। দ্বিতীয় দফায় ২৫ নভেম্বর যে ৪৫ জনকে সদস্য করা হয়, তাঁদের মধ্যে সারজিস আলমও ছিলেন।
জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে দেশের থানা ও উপজেলা পর্যায়ে কমিটি করছে তারা। এখন পর্যন্ত দেশের ৪৪টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। চলতি ডিসেম্বরের মধ্যেই দেশের সব থানায় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে তারা। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার, মিডিয়া হাউজসহ দেশের সব সেবা খাত সংস্কারে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। গ্রাম পর্যন্ত ছড়ানো হবে। যাদের মৃত্যু হয়েছে তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। রাষ্ট্র গঠনের জন্য এই কমিটি। নতুন রাজনৈতিক বন্দবস্ত করা হবে। এবার ব্যর্থ হবার সুযোগ নেই।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হওয়া সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন সারজিস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান। সারজিস একই সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
ADDVERTISE HERE 728 x 90 1