জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে স্যোশাল মিডিয়ায় একটি তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট।
দুপুরে এবিষয় বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশিদ এ তথ্য জানান। এবিষয়ে তিনি বলেন, দলের একটি গোষ্ঠি বেগম রওশন এরশাদ এমপির নামে মনোনয়ন ফরম সংগ্রহ করার নাটক সাজিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের বিভ্রান্ত করছেন। যা স্যোশাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। এতে সংবাদমাধ্যম কর্মীরা পড়ছেন তথ্য বিভ্রাটে।
কাজী মামুন বলেন, স্পষ্ট বক্তব্য ম্যাডাম রওশন এরশাদ কোনো মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। তিনি বলেন, আজ রাতে রওশন এরশাদের পক্ষে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত জানানো হবে।