কুয়েট অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন, বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
2023-12-20
KUET
ADDVERTISE HERE 728 x 90
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন, বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনে নির্বাহী কমিটির নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটায় বার্ষিক সাধারণ সভার পূর্বে ইতঃপূর্বে অনুষ্ঠিত ইনডোর গেমস্্ এ বিজয়ী কর্মকর্তাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান।