গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত জনবহুল এদেশের স্বাস্থ্য ব্যবস্থা সামলানোর পাশাপাশি বিভিন্ন বৈশ্বিক সূচকেও ঈর্ষনীয় সাফল্য লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের কমিউনিটি ক্লিনিকগুলো প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার এক অপরিহার্য ও নির্ভরযোগ্য ভরসার নাম। এছাড়াও নতুন নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, সরকারি হাসপাতালে বিনামুল্যে ঔষধ বিতরণ, দেশজুড়ে ঔষধ শিল্পে সফলতা, ইপিআইসহ নানাবিধ কার্যক্রম স্বাস্থ্যখাতে গতি সঞ্চার করেছে। তিনি আরও বলেন, সরকারের এই সাফল্য ধরে রাখতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদসহ সকল স্তরের জনগণকে একসাথে কাজ করতে হবে। গতকাল শনিবার বেলা ১২ টায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরী (পিপিএম বার), জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, মেডিসিন কনসালটেন্ট ডা. সাইফুর রহমান, শিশু কনসালটেন্ট ডা. উত্তম কুমার দেওয়ান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মৃন্ময় পাল, এমওডিসি ডা. তানভীর আহম্মেদ, ডেন্টাল সার্জন ডা. মিলন প্রমুখ। এর পূর্বে প্রধান অতিথি ফুলতলা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
ADDVERTISE HERE 728 x 90 1