খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, নারীর শক্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে। নারীদের ধৈর্য, পরিশ্রম, অধ্যবসায় এবং শত বাধা অতিক্রম করে সফল হবার স্পৃহার কারণেই বাংলাদেশ বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। নারীরা নিরন্তর প্রচেষ্টা, অদম্য সাহস, অমিত প্রতিভা ও দক্ষতার বলেই সমাজে তাদের অবস্থান অধিকার করে নেয়। যোগ্যতাবলেই বাংলাদেশের নারীরা স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রেখে চলেছে।
তিনি বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা যেভাবে অবদান রাখছে সেভাবে যুব মহিলা লীগকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করে দেশের উন্নয়নের সহযোগী হতে হবে। যুব মহিলা লীগের নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে নারীদেরকে সরকারের উন্নয়নের কথা বলতে হবে। নারীদেরকে ভোট দানে উৎসাহিত করতে হবে। ভোট দেয়া প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব তাদের বুঝাতে হবে।
গতকাল শনিবার বিকালে ২২ ও ২৯নং ওয়ার্ড যুব মহিলা লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ২২নং ওয়ার্ডের কর্মীসভায় সভাপতিত্ব করেন মহানগর যুব মহিলা লীগের সাবেক আহ্বায়ক এ্যাড. রাবেয়া ওয়ালী করবী এবং ২৯নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন মহানগর যুব মহিলা লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাছরিন পারভেজ তন্দ্রা। এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. অলোকা নন্দা দাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশাররফ, ওহিদুল ইসলাম পলাশ, মহিলা আওয়ামী লীগ নেতা নাজনিন নাহার কনা, আইরিন চৌধুরী নীপা, ফেরদৌস আলম রিতা, রোকেয়া রহমান, শিউলি বিশ্বাস, পারভিন মোর্তজা, নাজনিন নাহার বিউটিসহ যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ADDVERTISE HERE 728 x 90 1