কেন্দ্রীয় কমিটিতে সদস্য অন্তর্ভূক্তি ফরম বিতরণ কার্যক্রম শুরু জাপার
নিজস্ব প্রতিবেদক
2024-03-25
কেন্দ্রীয় কমিটিতে সদস্য অন্তর্ভূক্তি ফরম বিতরণ কার্যক্রম শুরু জাপার
ADDVERTISE HERE 728 x 90
জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদের জন্য ফরম সংগ্রহের মধ্যদিয়ে উদ্বোধন করা হলো দশম জাতীয় সম্মেলন পরবর্তি কেন্দ্রীয় কমিটি গঠনপূর্ব সদস্য অন্তর্ভূক্তি ফরম বিতরণ কার্যক্রম। প্রথম দিন ১৩৮ টি সদস্য অন্তর্ভূক্তি ফরম বিতরণ করা হয়। সোমবার ২৫ মার্চ সকালে পার্টির মহাসচিবের রাজনৈতিক কার্যালয়ে সদস্য অন্তর্ভুক্তি ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাপার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে প্রথম ফরমটি সংগ্রহ করেন।পরে পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদের পক্ষে সদস্য ফরম সংগ্রহ করেন জাপার সাবেক কেন্দ্রীয় সদস্য পীরজাদা জুবায়ের আহমেদ। এরপর মুঠোফোনে নির্দেশিত হয়ে জাপার নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদের জন্য ফরম সংগ্রহ করেন ফখরুল আহসান শাহজাদা। শীর্ষ নেতৃবৃন্দের ফরম সংগ্রহের পর উপস্থিত কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভূক্তি ফরম সংগ্রহ করেন। এর মধ্যে সাবেক উপদেষ্টা এমএ কুদ্দুস, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনূর রশিদ, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভিন, সাবেক কেন্দ্রীয় সদস্য পীরজাদা জুবায়ের আহমেদ, আমিনা হাসান, শাহিনা আরা সুলতানা রিমা, তৌহিদুর রহমান, নড়াইল থেকে সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুন, ময়মনসিংহ থেকে নাফিজ মাহবুব, লক্ষ্মীপুর থেকে আবুল কালাম আজাদসহ আরো অনেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান করে নিতে সদস্য সংগ্রহ করেন।
সদস্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু ও আবুল হাসান আহমেদ জুয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক দফতর সম্পাদক খোরশেদ আলম খুশু, ওয়াহিদুল ইসলাম তরুণ, পীরজাদা জুবায়ের আহমেদ, ফজলে এলাহী সোহাগ, তৌহিদুর রহমান, আমিনা হাসান ও নাফিজ মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ।