জিএম কাদেরকে ৫০ কোটি টাকা মানহানি মামলার হুমকি টেপার
নিজস্ব প্রতিবেদক
2024-03-26
জাপা
ADDVERTISE HERE 728 x 90
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপাসহ জাপার ১০ নেতাকে নিজ নিজ পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তার এই অব্যাহতিদানকে চ্যালেঞ্জ করে এবার উকিল নোটিশ দিয়েছেন বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মো. সাহিদুর রহমান টেপা।
সুপ্রিমকোর্টের আইনজীবী গাজী রবিউল ইসলাম (সাগর) প্রেরিত জি এম কাদেরকে দেয়া উকিল নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আপনি এবং সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু অংশগ্রহণ করায় আপনি ও মুজিবুল হক চুন্নুকে পদ-পদবী হইতে অব্যাহতি দেন এবং ৯ মার্চ জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলনে ডেলিগেটরদের কন্ঠভোটে রওশন এরশাদকে চেয়ারম্যান ও আমার মোয়াক্কেলকে ১নং কো-চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে, আপনাকে ও মুজিবুল চুন্নুকে অব্যাহতি দেয়ার পর আপনি বা মুজিবুল হক চুন্নু আমার মোয়াক্কেল বা কাহাকেও অব্যাহতি দেয়ার ক্ষমতা রাখেন না।
নোটিশে বলা হয়, আমার মোয়াক্কেলকে অযৌক্তিকভাবে অব্যাহতি দেয়ার মহড়া, প্রচার-প্রচারণায় তার মান-সম্মান ও সামাজিক মর্যাদার ৫০ কোটি টাকার ক্ষতি হয়। যেকারণে আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী আদালতের আশ্রয় নিতে পারে। ৭ দিনের মধ্যে ভুল স্বীকার না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। জি এম কাদেরের সাথে জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের কাছেও উকিল নোটিশ পাঠানো হয়।