খুলনা জেলার ৬ টি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে ৩টিতে নতুন মুখ এসেছে। বাকি ৩ টিতে সাবেকরাই বহাল রয়েছেন। নতুনদের মধ্যে রয়েছেন খুলনা-১
(বটিয়াঘাটা ও দাকোপ) উপজেলায় সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। খুলনা-৩ এ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল ও খুলনা-৬ এ প্রয়াত সাবেক সংসদ সদস্য শেখ রাসেদুল ইসলাম রাসেল।
বহাল রয়েছেন খুলনা-২ এ বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা-৪ এ আব্দুস সালাম মুর্শীদি ও খুলনা-৫ এ সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। এদিকে রবিবার বিকেল ৪ টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদেও দলীয় প্রর্থিীদের নাম ঘোষনার সাথে সাথে খুলনার ৬টি সংসদীয় আসনেই মনোনয়ন প্রাপ্তদের পক্ষে আনন্দ মিছিলি বের হয়। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরন হয়। চায়ের দোকানসহ সর্বস্তরে মনোনয়ন প্রাপ্তদের পক্ষে চলে চা ও কপি আড্ডা। উল্লেখ্য, খুলনা-১ এ
সংসদ সদস্য ছিলেন বর্তমান সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, খুলনা-৩ এ ছিলেন বর্তমান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও খুলনা-৬ আসনে আক্তারুজ্জামান বাবু। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।