আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রীর প্রথম দিনে খুলনার ৬টি আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ৮ জন মনোনয়ন প্রত্যাশী। গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ফরম তুলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়ন ফরম বিতরণ কাজ উদ্বোধন করেন। পরে সারাদেশ থেকে আসা প্রার্থীরা ফরম তোলেন। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
খুলনা-১: আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্র সংগ্রহ করলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি ও সাবেক সংসদ সদস্য ননীগোপাল মন্ডল।
এ বিষয়ে মোবাইল ফোনে হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেন, এলাকার মানুষ আমাকে আবারও নির্বাচন করার জন্য বারবার অনুরোধ করছে। তাই আমি দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে অবশ্যই নির্বাচন করবো এবং বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো। প্রধানমন্ত্রী যাকেই মনোনয়নদেন আমি নৌকার পক্ষেই থাকবো। সাবেক এমপি ননীগোপাল মন্ডল বলেন, আমি নিজে মনোনয়ন পত্র সংগ্রহ করতে যাইনি। আমার পক্ষে অনেকেই গিয়েছিলেন। তবে খুলনা-১ আসনের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ এবং আওয়ামীলীগের নেতাকর্মীরা আমাকে আবারও নির্বাচন করার জন্য দীর্ঘদিন ধরে অনুরোধ করে আসছেন। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে অবশ্যই নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করবো।
খুলনা-২ (সোনাডাঙ্গা-সদর)ঃ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন কিনেছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বর্তমান সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল।
খুলনা-৩(খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী থানা)ঃ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া)ঃ বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদি ও স্পেন প্রবাসী আওয়ামীলীগ নেতা রেজভী আলম মনোয়ন পত্র কিনেছেন।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা)ঃ খুলনা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড সাইফুল ইসলাম ও অজয় সরকার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
ADDVERTISE HERE 728 x 90 1