আগুনে পুড়িয়ে মানুষ হত্যাকারীরা দেশ ও মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি। তিনি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী।
শুক্রবার বিকেলে উজিরপুরের সাতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উঠান বৈঠকে বক্তৃতা করেন তিনি। এ সময় মেনন বলেন, ৭ জানুয়ারি ভোট উৎসবের মধ্য দিয়ে জনগণ বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের অগ্নিসন্ত্রাস এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্তের সমুচিত জবাব দেবে। স্মার্ট বাংলাদেশ গড়তে ভোটাররা নৌকাকেই বেছে নেবেন। অনুষ্ঠানে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস মুঠোফোনে বক্তৃতা করে শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান। সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খায়রুল বাশার লিটনের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, বরিশালের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন প্রমুখ।
এর আগে রাশেদ খান মেনন বানারীপাড়ায় জুমার নামাজ আদায় করেন এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকের বাবা ডা. মোতাহার উদ্দিনের কুলখানিতে অংশ নিয়ে সবার কাছে দোয়া চান।