নগরীতে ব্যবসায়ীদের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরলেন নারী নেত্রীরা
নিজস্ব প্রতিবেদক
2023-10-29
??????
ADDVERTISE HERE 728 x 90
নগরীর নিউমার্কেটের ব্যবসায়ীদের মাঝে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী ও খুলনা-২ আসনের বর্তমান সাংসদের উন্নয়ন চিত্রের লিফলেট বিতরণ করেন নারী নেত্রীরা। এ সময় নেত্রীরা বলেন, শুধু উন্নয়ন নয়, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে ব্যবসায়ীদেরও উন্নতি ঘটে। চলমান কাজ ও আগামীতে যে সকল উন্নয়নমূখী মেগা প্রকল্পগুলো সরকার হাতে নিয়েছে সেগুলোও তারা জনসাধারণের মাঝে তুলে ধরেন। উন্নয়ন চিত্রর লিফলেট বিতরণকালে আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার সার্কিট হাউজ ময়দানের জনসভায় সকলকে উপস্থিত থাকারও আহবান জানান।
যুব মহিলা লীগের সম্মেলণ প্রস্তুত কমিটির সাবেক যুগ্ম আহবায়ক নাসরিন ইসলাম তন্দ্রার তত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও বয়রা সরকারি মহিলা কলেজের সাবেক জিএস আফসানা ফেরদৌস কেকা, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিউলী বিশ্বাস, সাবেক ছাত্রনেতা আফরোজা জেসমিন বিথি ২৮ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেখা খানম, মাহবুবা আক্তার সুমি, জেসমিন আরা লাকি, ঝুনু, নাজমা হোসেন, শান্তা, তাসলিমা, চায়না, কালো, দুঃখী, শাকিলা, চাঁদনী, শাহানা, পারভিন, সিমা, আঁখি, লাকি, মেঘনা, শিরিন প্রমুখ।