অবরোধ সফলে দেশবাসীর প্রতি অভিনন্দন জানিয়েছেন গণতন্ত্র মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
2023-11-03
???????? ????
ADDVERTISE HERE 728 x 90
গণতন্ত্র মঞ্চসহ সকল বিরোধী রাজনৈতিক দল আহুত সারাদেশে ৩ দিনব্যাপী অবরোধ জনগণের সক্রিয় অংশগ্রহণ ও গণতান্ত্রিক এবং শান্তিপূূর্ণভাবে সফল করায় খুলনাসহ দেশবাসীর প্রতি অভিনন্দন জানিয়েছেন গণতন্ত্র মঞ্চ খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের সিংহভাগ মানুষ আজ ফ্যাসিবাদী সরকারের দুষ্টচক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে। দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। নিত্যপণ্যসহ সকল দ্রব্যসামগ্রী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সরকারই এখন দুর্নীতি লুটপাটের সিন্ডিকেটে পরিণত হয়েছে। জনগণের কণ্ঠরোধকারী এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জিভ‚ত ক্ষোভ রয়েছে। ফলে দেশ ও সাধারণ মানুষকে বাঁচাতে সারাদেশের মানুষ বিরোধী দলের ডাকে সাড়া দিয়ে অবরোধ কর্মসূচি সফল করে তুলেছেন। গণআন্দোলনে ভীত হয়ে সরকার কূটকৌশল অবলম্বন করে তার পেটোয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদের দলের সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর হামলা চালিয়েছে। আর সেই হামলার দায় বিরোধী দলের ওপর চাপিয়ে দিচ্ছে। কিন্তু মানুষ তাদের এই হীন ষড়যন্ত্র জেনে গেছে। জনগণের ঐক্য ধরে রেখে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে। বিরোধী দলের নেতাদের ওপর হামলা, নির্যাতনের তীব্র নিন্দা জানান। গ্রেফতারকৃত বিএনপিসহ অন্যান্য দলের নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিবৃতিদাতারা হলেন, গণতন্ত্র মঞ্চ খুলনা জেলা ও মহানগর আহবায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা মহানগর সভাপতি খান লোকমান হাকিম, সদস্য সচিব ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, জেএসডি মহানগর সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল খালেক, জেএসডি খুলনা জেলা সাধারণ সম্পাদক স, ম, রেজাউল করীম, মহানগর সাধারণ সম্পাদক রাশিদুল আহসান বাবলু, নাগরিক ঐক্য খুলনা মহানগর আহবায়ক এ্যাড,ডঃ জাকির হোসেন, সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সম্পাদক কেএম আলীদাদ, জাতীয় পার্টি (কাজী জাফর) খুলনা মহানগর সভাপতি মোস্তফা কামাল।