গণঅভ্যুথ্যান ও শেখ হাসিনা সরকারের একমাস পূর্ণ হওয়ায় খুলনায় শহীদি মার্চ পালন করেছে শিক্ষার্থীরা। এ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা এগারটায় সরকারি বিএল কলেজ প্রাঙ্গনে শহীদদের স্মরণে ছাত্র জনতার শহীদি মার্চ ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল করেন।
র্যালী ও সমাবেশে শিক্ষার্থীরা গণঅভ্যুথানে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণ ও র”হের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বৈষম্য বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায় ছাত্র-জনতাকে। “আবু সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ” “শিক্ষার্থীদের উপর গুলিকরা পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের বিচার চাই”, শিক্ষার্থীদের বাংলায়, হামলা-মামলার ঠাই নাই, আপোষ না সংগ্রাম, এসব নানা বিপ্লবি শ্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি। এসময় তিনি বলেন, আমরা হাসিনা সরকারের আমলে কথা বলতে পারিনি, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, এখন সময় এসেছে আমাদের ন্যায্য কথা বলার, এই অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আমরা আবেদন করছি তারা যেন দেশটাকে একটা গঠনমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলুক।