বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগকে যারা ধ্বংস করতে ষড়যন্ত্র করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ তৃণমূলের সংগঠন। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। বঙ্গবন্ধু বঞ্ছিত মানুষের জন্য রাজনীতি করেছেন। যে কারণেই এদেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। শত প্রতিকূলতা শেষেও আওয়ামী লীগের প্রতি এদেশের মানুষ আস্থা রাখে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সৃষ্টিই হয়েছিলো এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে। সে কারণেই ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ৬দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যত্থান, ৭০-এর সাধারণ নির্বাচন এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর নির্দেশনায় সফলভাবে শেষ হয়েছে। এদেশের যত অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত হয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যার পরে আবারও আওয়ামী লীগের নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলনের সফলতাও এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। ষড়যন্ত্রকারীরা থেমে নেই। সকল ষড়যন্ত্রকারীদের উৎখাতই হবে আজকের এই প্লাটিনাম জুবলীর অঙ্গিকার।
গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় খালিশপুর থানা আওয়ামী লীগ আয়োজিত ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি পূর্ব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নেতৃবৃন্দ এসব কথা বলেন। খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, আওয়ামী লীগ নেতা কাউন্সিলর মো. খালিদ হোসেন, আব্দুস সাত্তার লিটন, মো. মুরাদ হোসেন, কাজী তালাত হোসেন কাউট, জাকির হোসেন, এস এম মঞ্জুরুল আলম মঞ্জু, এস এম মোর্শেদ আহমেদ মনি, মো. সফিউল্লাহ, মো. জিয়াউল ইসলাম, কামরুজ্জামান বাবলু, মোল্লা হায়দার আলী, মো. ইমরুল ইসলাম, মো. আলী আহমেদ, মো. মনিরুজ্জামান মনি, জিয়াউল আলম খান খোকন, আসলাম আলী, কাউন্সিলর এস এম খুরশীদ আহমেদ টোনা, কাউন্সিলর মো. সাহিদুর রহমান, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর প্রিন্স, মো. খালিদ হোসেন, সাবেক কাউন্সিলর পারভীন আক্তার, প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর সোনালী আক্তার, কাউন্সিলর রাফিজা আক্তার মিরা, সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে এক বিশাল বণ্যাঢ্য র্যালি খালিশপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ADDVERTISE HERE 728 x 90 1