শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় জাতীয় পার্টির খুলনা কার্যালয়ে দলিত ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক সিলভী হারুন এর নেতৃত্বে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ৮ দফা দাবী বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অর্ন্তভূক্তির জন্য খুলনা জাতীয় পার্টির নেতাদের কাছে তুলে ধরা হয়।
দলিত সম্প্রদায় আর্থ-সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে সবচেয়ে উপেক্ষিত, বঞ্চিত ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে অন্যতম । ঋষি, জেলে, হরিজন ( পরিষ্কার পরিচ্ছন্নতাকর্মী) তাঁতি সহ বিভিন্ন সম্প্রদায় মিলে দলিত সম্প্রদায়। এই দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে নিরলস কাজ করে যাচ্ছে খুলনার সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সচেতন নাগরিকবৃন্দ, আইনজীবী, সাংবাদিকবৃন্দ, দলিত সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ সমৃদ্ধ ওয়ার্কিং গ্রুপ।
দাবীসমূহঃ
১. বৈষম্য নিরোধ আইন কার্যকর করা এবং এতে দলিত জনগোষ্ঠীর কথা উল্লেখ করা।
২. আসন্ন দ্বাদশ সংসদে প্রতিশ্রুত সংখ্যালঘু কমিশন গঠন করা।
৩. জাতীয় সংসদে ও স্থানীয় সরকার এ আসন সংরক্ষণের পাশাপাশি স্টান্ডিং কমিটিতে দলিতদরে প্রতিনিধিত্ব নিশ্চিত করা ও সংসদীয় ককাস গঠন করা।
৪. সমাজকল্যান মন্ত্রনালয়ের মাধ্যমে পিছিয়ে পড়া/ অনগ্রসর জনগোষ্ঠী কারা তা সুনিদিৃষ্ট করা এবং পিছিয়ে পড়া/ অনগ্রসর জনগোষ্ঠীর তালিকায় দলিত উল্লেখ করা।
৫. দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝরে পরা রোধে, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত নিরবিচ্ছিন্ন শিক্ষা অব্যাহত রাখতে শিক্ষা ঋণ চালু করা।
৬. ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে দলিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ তহবিল (সহজ শর্তে ঋণ) গঠন করা
৭. মেডিকেল ও প্রকৌশল বিশ^বিদ্যালয় গুলিতে দলিত দের জন্য কোটা বরাদ্দ করা।
৮. সিটি কর্পোরেশন ও পৌরসভায় হরিজন জনগোষ্ঠীর জন্য চাকরি নীতি যুগোপযোগী করা সহ সকল প্রতিষ্ঠানে চাকুরি স্থায়ী করা এবং ঘোষিত প্রঙ্গাপন অনুসারে ঝাড়ুদার/ক্লিনার/সুইপার পদে মোট নিয়োগের ৮০% হরিজন জনগোষ্ঠীর কোটার সঠিক বাস্তবায়ন করা এবং আউটসোর্সিং পদ্ধতি বাতিল
করা।
দলিত ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক সিলভী হারুনের নেতৃত্বে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ৮ দফা দাবী বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভূক্তির জন্য জাতীয় পার্টির নেতাদের কাছে তুরে ধরা হয়। এ সময় উপস্থিত জাতীয় পার্টির সংসদ সদস্য সহ অন্যান্য নেতারা ৮ টি দাবির প্রতি সহমত পোষণ করেন এবং দাবিগুলো সংসদে উত্থাপন ও নির্বাচনী ইশতেহারে অন্তর্ভূক্ত করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এ সময় জাতীয় পার্টির খুলনা কার্যালয়ে উপস্থিত ছিলেন জাতীয় পাটির খুলনা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসানুর রশিদ, খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রাথী গোঃ গাউসুল আজম, খুলনা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টির মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং খুলনা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মধু, নগর জাপার সাধারন সম্পাদক হাতিউজ্জামান, সভাপতি নাজমুর কবির সাদী, মো কারাচান প্রমুখ। । এ ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক সিলভী হারুন, ওয়ার্কিং গ্রুপের সদস্য বৃন্দ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, ওয়ার্কিং গ্রুপের সদস্য ও সম্প্রীতি ফোরামের সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, খুলনা হরিজন কলোনির প্রতিনিধি মতিলাল রাউথ ও শাওন দাস; মানবাধিকার কর্মী ইসরাত নূয়েরী হোসেন মুমু; অরুন দাশ, সম্পা দাস প্রমুখ।