ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কোরাপাড়া গ্রামে নীলা খাতুন ( ২৩) নামের এক গৃহবধূ তার স্বামীর ছুরির আঘাতে নিহত হয়েছে। সোমবার আনুমানিক বিকাল তিনটার সময় ওই গৃহবধূ তার পিতার বাড়িতে অবস্থান করছিল। এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিহতের স্বামী তার শশুর বাড়িতে এসে স্ত্রীকে একা পেয়ে ঘরের মধ্যে নিয়ে যায় এবং তাকে প্রথমে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে এবং সে চিৎকার দিতে চেষ্টা করলে তার মুখ বেঁধে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করে,এসময় পাশের বাড়িতে থাকা রাজমিস্ত্রিগণ ঘটনা আভাস পেয়ে তাকে ধাওয়া করে ও এলাকাবাসীর সহায়তায় তাকে পুলিশের সোপর্দ করা হয়। মৃত মহিলার লাশ বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে রাখা আছে । এই রিপোর্ট লেখার পর্যন্ত থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।