সংস্কারের অভাবে শত বছরের পুরনো মুন্সি বাড়ি জামে মসজিদ
এম সাইফুল ইসলাম
2024-06-24
মুন্সি বাড়ি জামে মসজিদ
ADDVERTISE HERE 728 x 90
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মুন্সি বাড়ি জামে মসজিদ’টি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মসজিদের টিন ও দেওয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। পলেস্তারা খসে পড়ায় বৃষ্টির পানি ভিতরে ঢুকে পড়ে। তাই দ্রæত মসজিদটি সংস্কার বা মেরামতের দাবি মুসল্লিসহ স্থানীয়দের।
জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ছোটবাদুরা গ্রামের মুন্সী বাড়ি সংলগ্ন আট শতাংশ জায়গার ওপর মসজিদটি নির্মাণ করা হয়েছিল প্রায় ১০০ বছর পূর্বে ১৯২৫ সালে। নির্মাণের পর শত বছর পেরিয়ে গেলেও কোনো সংস্কার কাজ হয়নি এই মসজিদে। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মসজিদটি। এছাড়াও বৃষ্টি এলে মসজিদের ভেতরে পানি জমে যায়। এলাকাবাসীরা জানান, মসজিদটির ইতিহাস-ঐতিহ্য ও অস্তিত্ব টিকিয়ে রাখতে এটি যেন সংস্কার করা হয়।
মসজিদের ইমাম মোঃ ইব্রাহিম হোসেন দুলাল জানান, মসজিদের বয়স ১০০ বছর। মসজিদটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় মুসল্লিরা ভয়ে ভয়ে নামাজ আদায় করে। বর্তমানে মসজিদটির অস্তিত্ব ধরে রাখতে সংস্কারের কোনো বিকল্প নেই।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুহাঃ জাহিদুল ইসলাম জানান, মসজিদটিতে নামাজ পড়তে মুসল্লিরা ভয় পায়। শত বছরের পুরনো এই মসজিদটির ঐতিহ্য ধরে রাখতে সংস্কার কিংবা নতুন নির্মাণ করতে সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।