স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে পড়ে ব্যাহত হচ্ছে দৈনন্দিন সকল কাজকর্ম। তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ। এমতাবস্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে বৃষ্টির আশায় বাগেরহাটের মগরা বাদামতলা এলাকায় ইসতেসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা মে) সকাল সাড়ে আটটায় ইসলামিয়া সমাজ কল্যাণ সংঘের আয়োজনে ঐতিহাসিক চুনাখোলা এক গম্বুজ মসজিদ প্রাঙ্গণে এই ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। মগরা বাদামতলা ও তার আশেপাশে এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লীগন এই ইসতেসকার নামাজে অংশগ্রহণ করেন।ইসতেসকার নামাজের ইমামতি করেন বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত আরবি প্রভাষক মাওলানা আব্দুল লতিফ। এসময় উপস্থিত ছিলেন ইসলামিয়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি শেখ মো. হায়দার আলী এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান শেখ।