স্বভাবিক নিয়মেই পথের বাজার বণিক সমিতি নির্বাচন ত্রি-বার্ষিক নিয়মে অনুষ্ঠিত হবেঃ সভাপতি
নিজস্ব প্রতিবেদক
2024-03-22
স্বভাবিক নিয়মেই পথের বাজার বণিক সমিতি নির্বাচন ত্রি-বার্ষিক নিয়মে অনুষ্ঠিত হবেঃ সভাপতি
ADDVERTISE HERE 728 x 90
পথের বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন নিয়ে এক প্রেস ব্রিফিং দিলেন পথের বাজার বণিক কল্যাণ সোসাইটি সভাপতি মোঃ ইকতিয়ার হাসান মওলাঃ-তিনি তার বক্তব্যে বলেন খুলনা জেলার আওতাধীন সকল বাজার বণিক সমিতির নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয় অনুরূপ একইভাবে পথেরবাজার বণিক সমিতি নির্বাচন ত্রি-বার্ষিক নিয়মে অনুষ্ঠিত হবে।আমাদের বাজার বণিক সমিতির কোন নিবন্ধন নাই।পার্শ্ববর্তী বাজার গুলো যেমন জামিরা বাজার বণিক সমিতি,ফুলতলা বাজার বনিক কল্যাণ সোসাইটি,ইস্টার্ন গেট বাজার বণিক সমিতি,আফিল গেট বাজার বণিক সমিতি,সহ পার্শ্ববর্তী খুলনা জেলার বণিক সমিতির নির্বাচনের নিয়মে পথের বাজার বণিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে যথাসময়ে। তিনি আরো বলেন এ ব্যাপারে কারো কোন অভিযোগ থাকলে সেটা সরাসরি উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা নির্বাচনী কর্মকর্তা,এবং প্রশাসকের কাছে আপনারা অভিযোগ করতে পারেন।অন্যথায় বাজার বণিক সমিতির নির্বাচন কে কেন্দ্র করে বাজারে শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে বা কোনরকম গোলযোগ অথবা গ্যাঞ্জাম করার বা সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্য যদি কারো থেকে থাকে তার বিরুদ্ধে দেশের রাষ্ট্রীয় আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে নিয়মের বাইরে যাবেন না যাওয়ার জন্য সকলকে অনুরোধ করবো। সুস্বাস্থ্য কামনা করি এবং সকলকে ধন্যবাদ জানাই।