খুলনার ডুমুরিয়া এবং পাইকগাছা উপজেলার বন্যাদুর্গত এলাকা যথাক্রমে জালিয়াখালী, ফুলবাড়ি বাজার ও কালীনগর কলেজ আশ্রয়কেন্দ্রে মিম্পেক্স এগ্রিকেমিক্যালস লিমিটেড যশোর ইউনিটের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত মিম্পেক্সের যশোর ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা প্রায় ২০০ থেকে ২৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণ ও বানভাসী মানুষের সহায়তায় তাদের সার্বিক সহযোগিতা করেন মিমপেক্স এগ্রি কেমিক্যালস লিমিটেডের পরিবেশক মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ মিন্টু ইসলাম।
এ সময় পাইকগাছা উপজেলার বেশকয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা। পাশাপাশি বানভাসীদের সার্বিক অবস্থার খোঁজ-খবরও নেন তারা।
বানভাসি মানুষেরা ত্রান গ্রহণ করে মিম্পেক্স এগ্রিকেমিক্যালস লিমিটেডকে ধন্যবাদ জানান।
ত্রাণ বিতরণ কালে নিমপেক্স এর পরিবেশক মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মিন্টু ইসলাম বলেন, পরিস্থিতি মোকাবেলায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। বন্যা পরবর্তী সময়েও এই সহযোগিতা অব্যাহত থাকবে।