মোরেলগঞ্জে জামায়াত আমীরের মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
2024-08-13
মোরেলগঞ্জে জামায়াত আমীরের মন্দির পরিদর্শন
ADDVERTISE HERE 728 x 90
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াত ইসলামী মোরেলগঞ্জ উপজেলা আমীর লক্ষীখালী বেরুচাঁদ সাধুর বাড়ী মন্দির পরিদর্শন করেন।বেলা ১১ টার দিকে মথুয়া সম্প্রদায়ের পূণ্যভূমি সাধু বাড়ীর মন্দির পরিদর্শন ও হিন্দু পুরোহিতদের সাথে মতবিনিময় সভা করেছেন।উক্ত সভায় হিন্দুদের জান- মাল, মন্দির ও স্থাপনার নিরাপত্তা দিতে নেতা কর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন।উক্ত সভায় বক্তব্য প্রদান করেন, জামায়াতের উপজেলা আমীর মাওলানা শাহাদাত হোসেন,নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান,মাওলানা মহিব্বুল্লা রফিক,সাবেক চেয়ারম্যান মোঃরফিকুল ইসলাম স্বপন, এনামুল ইসলাম,মোঃবাদল প্রমুখ।সভায় সভাপতিত্ব করেন মন্দির পুরোহিত ননি গোপাল চন্দ্র।এসময় ননি গোপাল জামায়েতর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।তিনি বলেন,দেশ পরিবর্তন হয়েছে।আমরা সৎলোকের পাশে থাকতে চাই।তিনি খুশির সাথে বলেন,স্বাধীনতার পরে আমাদের মন্দিরের সব সম্পদ বেদখল হয়েছিল।তখন,জামায়াত - বিএনপির নেতারা উদ্ধার করেছিল। আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চাই।এদিকে জামায়াত নেতারা বলেন, দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সবারই সমান অধিকার। তারা সংখ্যালঘু নয়।তাদের যে অধিকার আছে আমাদেরও একই অধিকার।আমাদের ধর্ম যেমন আমাদের পবিত্র তেমনি তাদের ধর্মও আমাদের কাছে পবিত্র। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে।কোন দুষ্কৃতীকারিরা যেন সনাতনধর্মালম্বীদের উপর হামলা নাকরে সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।রাঁতে পাহারা দিতে হবে।