নগরীর রেলিগেঁটস্থ কেদারনাথ রোড এলাকার শিকদার ফার্মেসী নামক ঔষধের দোকানে ভাংচুর হয়েছে। ক্ষতির পরিমান সাত লাখ টাকা। এ ঘটনা গত বুধবারের।
সংশ্লিষ্ট থানায় বাদি নুসরাত জাহান দৃষ্টির অভিযোগ, দোকানের ভাড়ার মেয়াদ শেষ হওয়া আগেই মালিক অন্য পক্ষের সাথে চুক্তি করে। চুক্তি মেয়াদ ২০১৯ সালের ১ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৩ নভেম্বর পর্যন্ত। চুক্তিতে ভাড়ার পরিমান দু’হাজার পাঁচশত টাকা। চুক্তির শর্তানুযায়ী দু’লাখ পঁচিশ হাজার টাকা মালিক অগ্রিম গ্রহণ করে। মেয়াদ শেষ হওয়ার আগেই অন্য একজনকে ভাড়া দিয়ে দেয়। ভাড়াটিয়া দোকান ছাড়তে রাজি না হওয়ায় বুধবার বেলা ১১টায় ভাংচুরের ঘটনা ঘটে। এজাহারে বাদি উল্লেখ করেছে,ভাংচুরের সময় ক্ষতি ছাড়াও নগদ ত্রিশ হাজার টাকা লুট হয়েছে। এজাহারে দু’জনকে আসামি করা হয়েছে। থানা ৪৪৮/৪২৭/৩৮০ পেনাল কোডে মামলা রুজু করেছে।