gen-Z Community নামে, খুলনা নগরীর বয়রা এলাকার একদল তরুণ শিক্ষার্থী বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য নিজেদের উদ্দ্যোগে অর্থ সংগ্রহ করে বন্যার্তদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয় ।
এর পরে বৃহস্পতিবার (২৯ আগস্ট) খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে তাদের সংগ্রহ করা ত্রাণ নিয়ে যান।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- এক একটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ একটি বল সাবন, আধা কেজি মুড়ি, ২ লিটার পানি, এক লিটার তেল, ও পাঁচটা স্যালাইন। তাছাড়াও পাঁচ বস্তা ২৫ কেজি চাল।
এ সময় উপস্থিত ছিলেন gen-Z Community আল-মামুন ও ফয়সাল সহ তাদের নেতৃত্বে ২৫ জন ইন্টার ২য় বর্ষের অধ্যায়নরত শিক্ষার্থীরা।তাদের মধ্যে হলো-মেহেদী,মেহেরাফ,রাজ,আরাফাত,মাহিন এবং প্রমুখ আরও অনেকেই।
তার বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সবাই এক হয়ে যখন আন্দোলন করে। তখন থেকেই তাদের মনে চিন্তা আসে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সব ধরনের সংস্কারে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং সেই লক্ষ্যে তারা এই কার্যক্রম নিজেদের হাতে তুলে নেয়।
তাছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প, দুস্থদের সাহায্য করাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ হচ্ছে এই সংগঠনের লক্ষ্য।
ADDVERTISE HERE 728 x 90 1