ফুলতলা থানা পুলিশ শনিবার বিকালে ফুলতলার দামোদর নলুয়াপাড়া থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাথী বেগমকে গ্রেফতার করে। সে ওই গ্রামের গোলাম মোস্তফা জমাদ্দারের কন্যা। থানার এসআই শফিকুল ইসলাম বলেন, বেনোপোল সীমান্ত এলাকা থেকে মাদকের একটা চালান এসেছে এমন তথ্যের ভিত্তিতে এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ নলুয়া পাড়ায় অবস্থান নেয়। মোস্তফা জমাদ্দারের বাড়িতে তার মাদক ব্যবসায়ী কন্যা সাথী বেগম শয়নকক্ষের মেঝেতে বসে ফেনসিডিল গননা ও প্যাকেজিংকালে পুলিশ তাকে হাতে নাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাথী বেগম মাদক চোরা চালান ও বিকিকিনি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদেরও নাম প্রকাশ করেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছেন। এ ব্যাপারে ফুলতলা থানায় এসআই আসাদুজ্জামান বাদি হয়ে মামলা (নং—০৮) দায়ের করেন। প্রসঙ্গতঃ মোস্তফা জমাদ্দার ও তার কন্যা সাথী বেগম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদকের চালান এনে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয় বলে এলাকাবাসির অভিযোগ।