জানুয়ারি মাসে জন্ম মৃত্যু নিবন্ধন এ নড়াইলের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা। এছাড়াও খুলনা বিভাগের ৩য় স্হান অর্জন করেন। গত সোমবার(১৮ ই মার্চ) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে তাকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা সিভিল সার্জন সাজেদা বেগম পলিন।
উল্লেখ্য, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনু সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং ডিনস পদক প্রাপ্ত হন। তিনি ফরিদপুর সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে এইচ এস সি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হন। জানা যায়, ২০২৩ সালের ১২ মার্চ কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন রুনু সাহা। এর পর থেকে উপজেলা প্রশাসনিক চিত্র পাল্টে যেতে থাকে। প্রশাসনের সুষ্ঠু তত্ত্বাবধান ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন তিনি।
রুনু সাহা যোগদানের পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন তিনি। নদীভাঙন পরিবারের পাশেও ছিলেন তিনি। জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে নানা পদক্ষেপেও তার ভূমিকা অপরিসীম।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনু সাহা জানান, কালিয়ায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সব কর্মকাণ্ডে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছে। এছাড়াও জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য (নড়াইল -১) বি এম কবিরুল হক মুক্তি স্যার ও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী স্যার, গনমাধ্যম প্রতিনিধি ,স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের ঐকান্তিক সহযোহিতায় প্রতিটি কাজ করা সহজ হয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।