নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় ( এনইউবিটিকে) শুরু হয়েছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা । মঙ্গলবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রতিযোগিতাটির উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর জালাল উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. কুতুবউদ্দিন।
মো. মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আশিকউদ্দিন মো. মারুফ।
দিনের প্রথম দিনে গ্রুপ পর্বের ৬টি বিতর্ক অনুষ্ঠিত হয়। আগামী ৩০ নভেম্বর শনিবার বিতর্কে চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী আনুষ্ঠান অনুষ্ঠিত হবে।