রাজীব ভুঁইয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকালে সকল পেশা ও শ্রেণীর পুরুষ ও নারীদের নিয়ে এক গণ-ইফতার মাহফিল শুক্রবার বিকালে ফুলতলার ডাবুর মাঠে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইয়ান জুট মিলের পরিচালক শিল্পপতি মোহাম্মদ জহির উদ্দিন ভুঁইয়া রাজীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, জেলা আওয়ামীলীগের সদস্য বিলকিস আক্তার ধারা, খানজাহানআলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম সরদার, উপজেলা জামায়াতের আমির আঃ আলিম মোল্যা, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপম মিত্র, আইয়ান জুট মিলের ব্যবস্থাপক মাজহারুল ইসলাম, বিএনপি নেতা মনির হাসান টিটো, সাব্বির হোসেন রানা, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, মোল্যা হেদায়েত হোসেন লিটু, এস কে মিজানুর রহমান, আশরাফুল আলম কচি, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবীন বসু, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, এস এম এ হালিম, প্রশান্ত কুমার রায়, ইউপি সদস্য রায়হান সরদার, শেখ মনিরুল ইসলাম প্রমুখ।