মোংলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন
নিজস্ব প্রতিবেদক
2024-09-04
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন
ADDVERTISE HERE 728 x 90
মোংলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন আফিয়া শারমিন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না কে দাকোপ উপজেলায় বদলী এবং তালা উপজেলা নির্বাহি কর্মকর্তা আফিয়া শারমিনকে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের তথ্য জানানো হয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের আগে তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত থাকা অবস্থায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে বদলী হয়ে বিদেশ সফরে যান।