বাংলাদেশ প্রবীণ নাগরিক পর্ষদের সাংগঠনিক কর্মধারার উদ্বোধন অনুষ্ঠান আজ (শনিবার) সকালে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, সংগঠনকে মজবুত করতে হবে এবং এর একটি মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে। প্রবীণদের মেধা ও দক্ষতা রয়েছে। প্রবীণরা হলো সমাজের মুকুট। অবহেলা নয়, প্রবীণদের সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হবে। প্রবীণরা সমাজে সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যারা প্রবীণ বিগত দিনে তারা ছিলেন নবীন। প্রবীণদের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে। তিনি আরও বলেন, বাড়ির ময়লা নির্দিষ্ট স্থানে রাখা উচিৎ। খুলনা নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের।
বাংলাদেশ প্রবীণ নাগরিক পর্ষদের আহবায়ক কামরুল হক নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, হাজী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মালেক ও খুলনা নাট্য নিকেতনের সভাপতি অধ্যক্ষ দেলওয়ারা বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার।
অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোশেনের মেয়র তালুকদার আব্দুল খালেক-কে বাংলাদেশ প্রবীণ নাগরিক পর্ষদের প্রধান উপদেষ্টা, কামরুল হক নাসিম আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা কেএ নিজাহার উদ্দিন খান সদস্য সচিব, প্রফেসর সাইদুল হাসান যুগ্ম আহবায়ক, শেখ নূরুল ইসলাম যুগ্ম আহবায়ক, মাসুদ মাহমুদ যুগ্ম আহবায়ক-২সহ ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে মেয়র বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী হওয়ায় মাসুদ মাহমুদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়া চার জন বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মেয়র।
ADDVERTISE HERE 728 x 90 1