গৃহপরিচারিকার বিরুদ্ধে চুরির অভিযোগ করে কন্যাসহ হাসপাতালে ব্যাংক কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
2023-10-19
কন্যাসহ হাসপাতালে ব্যাংক কর্মকর্তা
ADDVERTISE HERE 728 x 90
খুলনা মহানগরীর মুজগুন্নিতে গৃহপরিচারিকার বিরুদ্ধে চুরির অভিযোগ করায় গৃহপরিচারিকার ছেলের হামলায় হাসপাতালে বাড়িওয়ালা ও তার কন্যা। খালিশপুরের মুজগুন্নি আবাসিকের ১৫ নম্বর রোডে খন্দকার কামাল উদ্দিনের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে।
খন্দকার কামাল উদ্দিনের পারিবারিক সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে কাজ করার সুবাধে দুই গৃহপরিচারিকা মিলে যৌথভাবে চুরি করে আসছিলো। বৃহস্পতিবার তাদেরকে জিজ্ঞেস করতে গেলে হীতে বিপরীত ঘটে। উল্টো গৃহপরিচারিকার ছেলে সবাইকে ভুল বুঝিয়ে ৪০-৫০ জনের একটি দল বাড়িতে হামলা করে। নিয়মিত কয়েক মিনিটের মধ্যে একটা টর্নেডো চলে যায়। তাৎক্ষনিকভাবে খালিশপুর থানা পুলিশ স্পটে গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় খন্দকার কামাল উদ্দিন ও তার মেয়ে রুমা আক্তার আহত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষেরই পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন।