কেএমপি’র মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে সাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদেও কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা এবং ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, দৌলতপুরের কারিকর পাড়ার -মোঃ হার”ন হাওলাদারের পুত্র মোঃ পাপ্পু হাওলাদার, দিঘলিয়া দক্ষিনপাড়ার মৃত: মতিউর রহমানের পুত্র মোঃ ইসরাফিল মোড়ল, খানজাহান আলী থানার শিরোমনি এলাকার মোঃ মামুন সরদারের পুত্র মোঃ ইমরান, দৌলতপুর এলাকার মোঃ সুলতান হাওলাদারের পুত্র মোঃ আল-আমিন হাওলাদার, দেয়ানার মোঃ আলমগীর হোসেন এর পুত্র মোঃ ফরিদ হোসেন, খালিশপুরের গোয়ালপাড়া এলাকার মোঃ ওবাইদুল মোলার পুত্র মোঃ মিনার”ল মোলা, রূপসার জয়পুর এলাকার মোঃ সুরাতুজ্জামান মলিকের পুত্র হুমায়ুন কবির ফার”ক। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৬ টি মাদক মামলা র”জু করা হয়েছে।