নগরীর বানিয়াখামার এলাকার আজগার মোল্লার পুত্র আম্মা মোল্লা গত তিন দিন ধরে নিখোজ। এঘটনায় কেএমপির সোনাডাঙ্গা থানায় সাধারন ডায়েরি করেন তার ভাই ইমন মোল্লা। ইমন মোল্লা জানান, গত ২৬ আগষ্ট থেকে আমার ভাই বসুপাড়া এতিমখানা মোড় বাসায় সামনে অজ্ঞাত স্থানে চলে যায় আর খুজে পাইনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে।