প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক করায় খুলনার পাইকগাছা উপজেলায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এইচএসসি পরীক্ষার্থী এক প্রেমিক জুটি। এ ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত পৌনে ৮ টার দিকে পাইকগাছা উপজেলার গড়ইখালীর হোগলার চক ও বাইনবাড়িয়া গ্রামে। আত্মহত্যাকারী দুজন হলেন, বাইনবাড়িয়া গ্রামের পরিতোষ মÐলের মেয়ে প্রেমিকা প্রিয়াঙ্কা মÐল (২১) ও কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতানী গ্রামের জয়দেব মÐলের ছেলে প্রেমিক ব্রজমÐল (২২)। ব্রজমÐল পাইকগাছা উপজেলার হোগলারচক গ্রামে মামা অমিত মÐলের বাড়িতে থেকে পড়ালেখা করত। তারা উভয়ই গড়ইখালী শহীদ আয়ুব-মুছা কলেজের এইএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, প্রিয়াঙ্কার বাবা পরিতোষ মÐল মেয়ের প্রেমের বিষয়টি বুঝতে পেরে বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পাশর্^বর্তী কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে বিয়ে ঠিক করেন। তবে প্রিয়াঙ্কার এই বিয়েতে মত না থাকায় পরিবারের পক্ষ থেকে নানাভাবে চাপ সৃষ্টি করা হয়। এরপর সে বিষয়টি প্রেমিক ব্রজমÐলকে জানায়। কিন্তু কোনো উপায়ন্তর না পেয়ে শেষ তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে গত বুধবার বিয়ের আগের রাতে প্রিয়াঙ্কা নিজ বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেশিয়ে ও ব্রজমÐল তার মামার বাড়ির পার্শ্ববর্তী একটি বাগানের শিরিস গাছে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন।
গড়ইখালী ইউপি ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. আব্দুর রহিম গাজী বলেন, প্রেমের কারণে দুইজন ছেলে-মেয়ে আত্মহত্যা করেছে। এদের মধ্যে মেয়েটির বাড়ি গড়ইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হোগলার চক গ্রামে আর প্রেমিক ছেলেটি ৬ নম্বর ওয়ার্ডের বাইনবাড়ীয়া গ্রামে ব্রজ মন্ডল মামা জিতেন্দ্র নাথ মন্ডলের বাড়িতে থেকে পড়ালেখা করতেন।
এ স্থানীয় গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম বলেন, আমি বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে বাড়ি এসে শুনি দুইজন ছেলে-মেয়ে আত্মহত্যা করেছে। তাদের মধ্যে প্রেম ছিল। এ-রকম আত্মহত্যার ঘটনা খুবই দু:খজনক।
পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, শুনেছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের এইচএসএসি পরীক্ষা চলছিল। গতকাল রাতেই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ তাদের দুইজনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাইকগাছা থানায় পৃথক অপমৃত্য মামলা হয়েছে।
ADDVERTISE HERE 728 x 90 1