ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নৃত্য সংগঠন অরুণোদয়’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে সিএসএস আভা সেন্টারে একটি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনি সরকার। প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর আলী আকবর টিপু।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির ববি, পান্না লাল দে, বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম, মেহেদী হাসান মুকুট। এছাড়া অরুণোদয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সুরভী ক্রুশ উপস্থিত ছিলেন। কেক কাটার মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।