খুলনায় নারীদের রোলার স্কেটিং ও রোপ স্কিপিং প্রশিক্ষণের উদ্ভোধন
নিজস্ব প্রতিবেদক
2024-06-27
নারীদের রোলার স্কেটিং ও রোপ স্কিপিং প্রশিক্ষণের উদ্ভোধন
ADDVERTISE HERE 728 x 90
খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স এর প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে বুধবার ২৬ জুন ২০২৪ বিকাল ৫টায় নারীদের রোলার স্কেটিং ও রোপ স্কিপিং প্রশিক্ষণের শুভ উদ্ভোদন করা হয়। সুন্দরবন স্কেটিং ক্লাব এর সভাপতি মিসেস সোনিয়ার সভাপতিত্বে অনু্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবুল হোসেন হাওলাদার উপ পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিসেস সিলভি হারুন, সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা।মো: রেজাউল ইসলাম সহ সভপতি খুলনা জেলা ক্রীড়া সংস্থা। মো: বখতিয়ার রহমান গাজী জেলা ক্রীড়া অফিসার,খুলনা এবং মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাব, বিশেষ ভাবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত বাংলাদেশ শেখ রাসেল রোলার স্কেটিং এন্ড রোপ স্কিপিং ফেডারেশন এর যুগ্ম সম্পাদক জনাব আশরাফুল আলম মাসুম,প্রশিক্ষক রোলার স্কেটিং ও রোপ স্কিপিং এ গোল্ড মেডেলিস্ট শাফিন আহমেদ অন্তর ও গোল্ড মেডেলিস্ট তানিয়া আক্তার শান্তা, অম্পা বিশ্বাস, নাজমুন নাহার, সানজিদা ইয়াসমিন, শইলী ও পূর্ণেন্দু সানা এবং কয়েক জন শিক্ষার্থী। অতিথিরা তাদের বক্তব্য প্রদান কালে বলেন বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স এখন খুলনার নারী ও নারী শিশুদের ক্রীড়া প্রশিক্ষণের ক্ষেত্রে নজীর সৃষ্টি করার পরিবেশ তৈরি হয়েছে। বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক মণ্ডলীর নেত্রীত্বে ও সচেতন অভিভাবকদের সহায়তায় দক্ষ নারী প্রশিক্ষকদের মাধ্যমে নারী শিশুদের সুইমিং, কারাতে,ব্যাডমিন্টন,ফুটবল, রোলার স্কেটিং ও রোপ স্কিপিং, এথলেটিক্স প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়াও খুলনা জেলা ও বিভাগের বিভিন্ন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি প্রাপ্ত বয়স্ক নারীদের স্কুটি চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।