মানুষের ভালোবাসায় সিক্ত হলেন খানজাহান আলী থানার বিদায়ী ওসি কামাল হোসেন
নিজস্ব প্রতিবেদক
2023-12-12
POLICE
ADDVERTISE HERE 728 x 90
সর্বস্তরের মানুসের ভালোবাসায় সিক্ত হলেন খানজাহান আলী থানার বিদায়ী অফিসার্স ইনচার্জ মানবিক পুলিশ অফিসার মোঃ কামাল হোসেন খান। একই সাথে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হলো থানার নবাগত অফিসার্স ইনচার্জ মোঃ মম্তাজুল হককে। খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামাল হোসেন খানের খুলনা সদর থানায় বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান করেন তার সহকর্মী, থানা এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পোশার মানুষ। সকলের অশ্রম্ন সিক্ত ভালোবাসায় বিদায়ী অফিসার্স ইনচার্জ মোঃ কামাল হোসেন খানকে বিদায় জানানো হয়। বিদায়ের শেষ ব্যস্ততার মুহুর্তেও তিনি কর্মের মধ্যে দিয়ে আবারও পরিচয় দিলেন তিনি মানবিক পুলিশ ।
খানজাহান আলী থানার অফিসার্স মোঃ কামাল হোসেন খানের শেখ কর্মদিসব ছিল গতকাল মঙ্গলবার। শেষ কর্মদিবসের সকাল থেকে অনানুষ্ঠানিকভাবে ক্রেস্ট, ফুল, জায়নামাজ, সোপিচ, ফলফলাদিসহ বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে থানায় হাজির হয় শতশত মানুষ। শিরোমণি এলাকার হতদরিদ্র কুলসুম বেগম নিজের খাওয়ার জন্য বোনের কাছ থেকে পাওয