নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সায়েন্স এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির আওতাধীন ইইই বিভাগে যোগদান করলেন প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ। সোমবার সকাল ১১টায় ভাইস-চ্যান্সেলরের দপ্তরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: নওশের আলী মোড়ল, ট্রেজারার কানাই লাল সরকার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নাসিম আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: তবিবার রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালক (অর্থ ও হিসাব) এস এম রিয়াজুর রশীদ ও কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, প্রফেসর ঘোষ এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ বর্ণাঢ্য ৪৫ বছর শিক্ষাকতা জীবন অতিবাহিত করেন। তিনি কুয়েটের ইইই বিভাগের ডিন, ইইই ও ইসিই বিাগের বিভাগীয় প্রধান, পরিচালক (পরিকল্পনা-উন্নয়ন, আইআইসিটি), প্রফেসর AIUB ও BSRTM এর ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।