নগরীতে নারীদের নিয়ে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে গেøারিয়া স্কিন কেয়ার এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগিতায় নগরীতে প্রথমবারের মতো পাচদিন ব্যাপি আয়ুবের্দিক বিউটি থেরাপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল তিনটায় নগরীর ফুল মার্কেটের গেøারিয়া স্কিন কেয়ার এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের মিলনায়তনে প্রতিষ্ঠানের পরিচালক আন্জুমান আরা মুন্নীর সভাপতিত্বে কর্মশালার সমাপনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফউন্ডেশনের উপ ব্যবস্থাপক সালমা সুলতানা। বিডবিøউসিসিআই এর বিভাগীয় প্রধান শামিমা সুলতানা শিলু, নাসিবের সভাপতি মোঃ ইফতেখার আলী বাবু। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি অফ এলেন এর ব্যাবস্থাপনা পরিচালক সাদিয়া তাজনিন দোলা। এর আগে ২২ ফেবুয়ারি বৃহস্পতিবার কর্মশালার উদ্বোধন হয়। উদ্ধোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শায়লা আজীম, বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি সুমা মন্ডল।