খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার সময় দৌলতপুর থানাধীন জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস, নতুন রাস্তার মোড় শাখা হতে পরিবেশের জন্য ক্ষতিকর ৩৬০ (তিনশত ষাট) কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা উক্ত জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস, নতুন রাস্তা মোড় শাখা, দৌলতপুর, খুলনা এর ম্যানেজার শহর আলী’কে পরিবেশের জন্য ক্ষতিকর অননুমোদিত নিষিদ্ধ পলিথিন ব্যাগ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিবহনের অভিযোগে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন মূলে ২০০০/— (দুই হাজার) টাকা জরিমানা করেন। মূল মালিক সনাক্তকণের প্রক্রিয়া চলমান। মূল মালিক সনাক্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।