বাং
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম খুলনা জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সাব্বির তালুকদার ও মোঃ রাজিবুল হক রনি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত দাপ্তরিক কমিটিতে আহবায়ক হিসেবে স্থান পেয়েছেন মহরম গাজী মাহিম ও সদস্য সচিব হিসেবে পেয়েছেন নাজমুল হোসেন ইমরান এবং ২৫ সংখ্যা বিশিষ্ট এই নতুন কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আছেন সুলতান সালাউদ্দিন, মোঃ ছাব্বির হাওলাদার আমিনুল ইসলাম ও যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন সোহানুর রহমান, রাজিব হোসেন, খায়রুল ইসলাম সুমন ও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ রাকিব হাসান, মোঃ আজিজুল হক, খায়রুল ইসলাম, ইয়াসিন আরাফাত, জান্নাতি ইসলাম, মোঃ সুমন ইসলাম রনি, মোঃ শাহরিয়ার হৃদয়, শাহ পরান শেখ, এম এম জাহিদ, মোঃ রেজওয়ান মোড়ল, জাহিদ খাঁন, ঐশি হায়াত, আল আমিন মৃধা, আফসানা আক্তার মিম, মোঃ বায়জিদ বোস্তামি, মাহফুজুর রহমান, মোঃ আরাফাত শিকদার, ফারহান রেজা ও আবু রায়হান।
কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে নব-নির্বাচিত আহবায়ক বলেন, আমাদের লক্ষ্য উদ্দ্যেশ্য বেকার যুবক ও যুবতী নারীদের আধুনিক প্রযুক্তিতে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমূখী সক্ষমতা বৃদ্ধি করা। যুবদের স্ব-কর্মসংস্থান সৃজনে উপযোগী করে গড়ে তোলা। বিশ্বায়নের সাথে সুসংগঠিত রেখে যুবদের দেশ-বিদেশের শ্রম বাজারের উপযোগী দক্ষ মানবসম্পদে পরিনত করা। যুবকদের মাঝে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন সাধন করাই আমাদের অন্যতম লক্ষ্য।
নব নির্বাচিত সদস্য সচিব নাজমুল হোসেন ইমরান বলেন, তারুণ্য অর্থ হচ্ছে বাঁধা না মানা। তীব্র স্রোতে উজান সাঁতারে পাড়ি দেয়াই তারুণ্যের ধর্ম। চেতানাদৃপ্ত তরুণরা যখন জেগে ওঠে তখন সকল প্রতিবন্ধকতার সকল চড়াই- উৎরাই মাড়িয়ে তারা বিজয় ছিনিয়ে আনে। ইনশাআল্লাহ আমাদের এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।