খুলনা শরীফ ফাউন্ডেশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার (০৫ জানুয়ারি) সকালে নগরীর খুলনা মাজার শরীফ এবং বিকেলে দৌলতপুর দেয়াড়া খানকায় হাসানিয়ায় থেকে দুস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সকালের শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদ চিশতী, মাজার শরীফের খাদেম কালাম চিশতী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোস্তফা ফ্যায়াজ হাসান, সাংগঠনিক সম্পাদক রাগিব হাসান, কোষাধ্যক্ষ আলি আফজাল মেহেদি, সহ অন্যান্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলের আয়োজনে উপস্থিত ছিলেন রাবেয়া হোসেন,নারী নেত্রী চিশতী মুস্তারী বানু ,শাহীন মাহমুদ, চিশতী মাহমুদ হাসানসহ আরে অনেকে । এর আগে গত ১ জানুয়ারি নগরীর রেলস্টেশন এলাকায় গরীব ও দুস্থ্যদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয় ।